পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, ‘আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ন্যাটো সদস্যদের সর্বসম্মতিক্রমে নিতে হবে। এ কারণেই আমরা আমাদের জেট ফাইটারের সব বহর রামস্টেইনকে দিতে রাজি। কিন্তু আমরা নিজে থেকে কোনো পদক্ষেপ নেব না, কারণ আমরা এ যুদ্ধের কোনো পক্ষ নই।’
তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের পক্ষে মার্কিন-ন্যাটো ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়ে যাওয়ার প্রস্তাবটি সমগ্র ন্যাটো জোটের জন্যই গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
জন কিরবি বলেন, ‘আমরা পোল্যান্ড ও অন্য ন্যাটো মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব। এ ছাড়া এ ক্ষেত্রে বর্তমানে যে কঠিন লজিস্টিক সমস্যা রয়েছে তা–ও আলোচনা করা হবে। কিন্তু এ মুহূর্তে পোল্যান্ডের প্রস্তাবটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করি।’ মুখপাত্র আরও বলেন, ‘পোল্যান্ডের প্রস্তাবের সারগর্ভ কোনো যুক্তি আছে কি না তা স্পষ্ট নয়।’
-রেডিও শহর ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন