ইউক্রেনকে যুদ্ধবিমান কীভাবে দেওয়া হবে, তা নিয়ে পোল্যান্ড–যুক্তরাষ্ট্রের ভিন্নমত

ইউক্রেনকে যুদ্ধবিমান কীভাবে দেওয়া হবে, তা নিয়ে পোল্যান্ড–যুক্তরাষ্ট্রের ভিন্নমত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, ‘আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ন্যাটো সদস্যদের সর্বসম্মতিক্রমে নিতে হবে। এ কারণেই আমরা আমাদের জেট ফাইটারের সব বহর রামস্টেইনকে দিতে রাজি। কিন্তু আমরা নিজে থেকে কোনো পদক্ষেপ নেব না, কারণ আমরা এ যুদ্ধের কোনো পক্ষ নই।’

তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের পক্ষে মার্কিন-ন্যাটো ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়ে যাওয়ার প্রস্তাবটি সমগ্র ন্যাটো জোটের জন্যই গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

জন কিরবি বলেন, ‘আমরা পোল্যান্ড ও অন্য ন্যাটো মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব। এ ছাড়া এ ক্ষেত্রে বর্তমানে যে কঠিন লজিস্টিক সমস্যা রয়েছে তা–ও আলোচনা করা হবে। কিন্তু এ মুহূর্তে পোল্যান্ডের প্রস্তাবটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করি।’ মুখপাত্র আরও বলেন, ‘পোল্যান্ডের প্রস্তাবের সারগর্ভ কোনো যুক্তি আছে কি না তা স্পষ্ট নয়।’


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

أحدث أقدم