ইন্ডিয়ায় ৮ টি সিংহের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস | Global News | Radio Shohor

ইন্ডিয়ায় ৮ টি সিংহের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস | Global News | Radio Shohor

 


এই মুহূর্তে করোনার ভয়ংকর থাবায় একেবারে বিপর্যস্ত ভারত । গেলো মংগলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩,৬২,৭৭৮  জন মানুষ আর মারা গেছেন প্রায় ৩,৪৪৮ জন । আর এতো বেশী সংক্রমন বেরে যাওয়ায় ইন্ডিয়ার সাস্থ্য ব্যাবস্থার বেহাল অবস্থা হয়ে গিয়েছে । আর এমন ভয়ংকর পরিস্থিতে ইন্ডিয়ার হায়দরাবাদের এক চিড়িয়াখানায় ৮টি সিংহের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস । 

রয়টার্স এর সুত্র অনুযায়ী জানা যায়, ভারতের হায়দরাবাদের ওই চিড়িয়াখানায় ৮ টি সিংহের শ্বাসপ্রশ্বাস এ সমস্যা দেখা যাচ্ছিলো বেশ কিছুদিন আগ থেকে । প্রথমে সবাই ভেবেছিলো যে হয়তো অতিরিক্ত গরমের কারণে এমনটা হচ্ছে। পরে যখন শ্বাসপ্রশ্বাস সমস্যা বৃদ্ধি পেলো তখন কর্তিপক্ষ ওই সিংহগুলোর নমুনা পরীক্ষা করে জানতে পারে তাদের দেহে রয়েছে ভয়ংকর এই করোনা ভাইরাস ।

ইন্ডিয়া সহ অন্যান্য দেশে যত পশুর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে , তাদের দেহ থেকে মানুষের দেহে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা বা প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি । তাই বলা যেতেই পারে পশু কখনোই করোনা ছড়ায় না এবং তারা আমাদের জন্য একদম  নিরাদপদ । 

Post a Comment

নবীনতর পূর্বতন