রয়টার্স এর সুত্র অনুযায়ী জানা যায়, ভারতের হায়দরাবাদের ওই চিড়িয়াখানায় ৮ টি সিংহের শ্বাসপ্রশ্বাস এ সমস্যা দেখা যাচ্ছিলো বেশ কিছুদিন আগ থেকে । প্রথমে সবাই ভেবেছিলো যে হয়তো অতিরিক্ত গরমের কারণে এমনটা হচ্ছে। পরে যখন শ্বাসপ্রশ্বাস সমস্যা বৃদ্ধি পেলো তখন কর্তিপক্ষ ওই সিংহগুলোর নমুনা পরীক্ষা করে জানতে পারে তাদের দেহে রয়েছে ভয়ংকর এই করোনা ভাইরাস ।
ইন্ডিয়া সহ অন্যান্য দেশে যত পশুর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে , তাদের দেহ থেকে মানুষের দেহে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা বা প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি । তাই বলা যেতেই পারে পশু কখনোই করোনা ছড়ায় না এবং তারা আমাদের জন্য একদম নিরাদপদ ।
إرسال تعليق