আমি যখন রোম্যান্স করেছি দর্শক পছন্দ করেনি : সানি দেওল | Sunny Deol

আমি যখন রোম্যান্স করেছি দর্শক পছন্দ করেনি : সানি দেওল | Sunny Deol


গত ১০ এপ্রিল বলিউডে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। সেখানে বলবীর সিংয়ের ভূমিকায় এক ধামাকদার এন্ট্রি নিয়েছেন ষাটোর্ধ্ব এই অভিনেতা। রাগী মেজাজের হুংকারে নায়কের অ্যাকশন দেখে দর্শকেরা যে চমকাবে তা বোঝা যায় ট্রেলার দেখেই।

এদিকে এই ছবির বক্স অফিস কালেকশনও মন্দ নয়। যদিও সালমান খানের ‘সিকান্দার’-এর থেকে খানিকটা পিছিয়ে রয়েছে এই ছবি; তবুও দর্শক মনে ভালোই সাড়া ফেলেছে।

এছাড়া দর্শকের উচ্ছ্বাসও দেখেছেন নায়ক। এরপরই দিলেন প্রতিক্রিয়া; জানালেন আক্ষেপ।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সানি দেওল বলেন, 'দর্শকরা বরাবর আমার রাগী ইমেজকেই ভালোবেসেছেন। আমি যখন রোম্যান্স করেছি তখন দর্শকদের পছন্দ হয়নি।'

অভিনেতা আরও বলেন, 'সবকিছুরই আলাদা আলাদা অনুভূতি আছে। যখন কিছু দেখে বিরক্তবোধ করি তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। ছবিতেও বিষয়টা একইরকম।  যখন কোনো চরিত্র করতে যাই তখন চরিত্রের প্রয়োজনেই রাগী ইমেজ তৈরি করি। মানুষ সেটাই মনে রেখেছেন। কিন্তু ছবিতে তো আমি শুধু অ্যাকশন করিনা, একই ছবিতে রোম্যান্সও করি। সেগুলো দর্শক মনে রাখেন না।'

Post a Comment

Previous Post Next Post