এবার ঈদে মুক্তি পাওয়া অন্যতম সাড়া জাগানো ছবি সিয়াম আহমেদের ‘জংলি’। এই ছবিতে উঠে এসেছে বাবা-মেয়ের গল্প; যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে।
বলা বাহুল্য, ছবিটি মুক্তির পর থেকেই বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে এই ছবি মনে ধরেছে অভিনয়শিল্পী, নির্মাতা ও পরিচালকদেরও।
এবার ‘জংলি’ সিনেমা দেখে নিজের দীর্ঘ অভিব্যক্তি প্রকাশ করলেন নির্মাতা দীপংকর দীপন। বুধবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জংলি দেখলাম আজ। অনেকদিন পর বাংলা সিনেমা দেখে ইমোশনাল হলাম। সিয়ামকে জংলি ক্যারেক্টারাইজেশনে অসাধারণ লেগেছে। সিয়াম ক্যারেক্টারটা খুব ভালো ক্যারি করেছে- সিয়ামকে ক্যারেক্টারটাতে খুব ভালো লেগেছেও। পাখি চরিত্রটি যে করেছে সে তাকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিলাম, কর্তৃপক্ষও দেবে নিশ্চয়ই। বুবলী, দীঘি সবাই খুব সততার সাথে অভিনয় করেছে।’
নির্মাতা লেখেন, ‘পোস্টার ও প্রমোশনের অ্যাপ্রোচ দেখে আমার ধারণা ছিল - সাউথের মতো ভায়োলেন্ট কোনো সিনেমা হবে জংলি। আমি খুবই খুশি যে আমাকে ভুল প্রমাণ করে একটি খুব মানবিক- আবেগপ্রবণ- সমাজের জন্য প্রয়োজনীয় একটি সিনেমা বানিয়েছে পুরো টিম। আরও যে কঠিন কাজটি করেছে- তা হলো মানবিক সিনেমাটিকে এন্টারটেইনিং করে তুলেছে। যেটা খুব কঠিন একটা কাজ। সেই কাজটা খুব ভালোভাবে করেছে জংলি।’
দীপংকর লেখেন, ‘জংলি বাণিজ্যিক সফলতার দিকেই এগোচ্ছে। আজকেও অফিস ডে তেও উত্তরা সেন্টার পয়েন্টে সকাল ১১ টার শো- প্রায় হাউজফুল ছিল। প্রচুর মানুষের সাথে বসে সিনেমা দেখেছি। সিনেমাটা দেখতে দেখতে অজান্তেই নির্মাতা থেকে দর্শক হয়ে গেছি- ভেজা চোখে সিনেমা হল থেকে বেরিয়েছি। আমাদের দর্শক এই তো চায়।’
এই নির্মাতা আরও লেখেন, ‘রাহিম, মুখতার, মুন - সবার ডেডিকেশন লেভেল যে কী চুড়ান্ত তা নিয়ে আমার ব্যক্তিগত লেভেলে ধারণা আছে। সেই ডেডিকেশনের রিটার্ন আছে এই সিনেমাটিতে। জংলি দর্শক মাথায় বহন করবে শেষ হবার পরেও। অভি, আজাদ ভাইকে ধন্যবাদ এই রকম একটি সিনেমার পাশে দাঁড়ানোর জন্য। ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও কথা হবে শীঘ্রই। ঈদের এতদিন পরে এসেও পছন্দসই সময়ে পছন্দসই ভেন্যুকে সিনেমার টিকেট না পাওয়ার বিড়ম্বনা আমাকে আনন্দিত করে তোলে, আশাবাদী করে তোলে। বাংলা সিনেমার এই সাফল্যের মুকুটে জংলির মতো একটি সিনেমার পালক যোগ করার জন্য পুরো জংলি টিমকে অভিবাদন।’
সবশেষ নির্মাতা উল্লেখ করেন, সিয়াম, ‘যতটা সিনেমায় পারিস দাড়িটা রেখে দিস, অ্যাংরি লুকটাও তোকে খুব মানিয়েছে। একটা অন্য লেভেলের অ্যাক্টিং দিয়েছিস তুই - কিপ ইট আপ ব্রো।’
إرسال تعليق