কখনো শাহরুখের সঙ্গে প্রেম করতেন, যা বললেন কাজল | Shahrukh Khan & Kajol Latest News

কখনো শাহরুখের সঙ্গে প্রেম করতেন, যা বললেন কাজল | Shahrukh Khan & Kajol Latest News


বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। অসংখ্য সিনেমায় একসঙ্গে জুটি বেধে কাজ করেছেন দুজন। তাদের সিনেমা বক্স অফিসে যেমন হিট, তেমনই দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে বছরের পর বছর। 

রিল লাইফে অন্যতম সেরা জুটি হলেও বাস্তবে তাদের দুজনেরই মনের মানুষ রয়েছে। কিন্তু তারা কী কখনও একে অপরের সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন?  এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ-কাজল।

শাহরুখ খান ও কাজলকে প্রশ্ন করা হয়েছিল, তারা যদি অন্য কোনও সম্পর্কে না থাকতেন তাহলে কী একে অপরকে ডেট করতেন? 

এর উত্তরে কাজল বলেন, ‘আমি সত্যিই বলতে পারব না। কারণ বাজিগার সিনেমার শুটিংয়ের সময়েই আমি অজয়ের সঙ্গে সম্পর্ক ছিলাম।’ 

ঠিক একইসময়ে কাজলের দিকে তাকিয়ে হাসিমুখে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম!’যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। 

অবশ্য ভক্তদের মতে, কিং খান বলে কথা, এত সহজে কী আর 'আসল সত্যটা' বলবেন।

বলিউডে আসার আগেই গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। অন্যদিকে বেশ কয়েক বছরের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাজল ও অজয় দেবগণ। 

শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল 'বাজিগার' সিনেমার সেটে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই ছবি। এরপর 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হে', 'কাভি খুশি কাভি গাম', 'মাই নেম ইজ খান', একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছে এই জুটি। 

Post a Comment

أحدث أقدم