কার ওপর নজরদারি করতে চেয়েছিলেন সামান্থা? | Samantha Latest News

কার ওপর নজরদারি করতে চেয়েছিলেন সামান্থা? | Samantha Latest News


দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে হয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগ চৈতন্যের। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগ চৈতন্যের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। 

স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কি না, এই বিষয়ে কখনও জানার চেষ্টা করেননি সামান্থা? নাগের চলাফেরায় কখনও নজরদারি করেননি তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।

এক পুরোনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন, একজনের উপরে তার নজরদারি করা উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রশ্ন উঠেছিল, সামান্থা কি নাগ চৈতন্যের কথা বলছেন?

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘গুপ্তচরের কোনও গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হতো। একজনের উপরে আমি নজরদারি করতাম।’ হাসতে হাসতেই এই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন, ‘আমি নিশ্চিত। সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।’

‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়ি পাতা বা কারও উপর নজরদারি, এসব কিছুই করেননি তিনি। 

২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগ চৈতন্য। গত বছর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তারা চারহাত এক করেছিলেন। তবে সামান্থা এখনও একাকী। শেষ তাকে দেখা গিয়েছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।

Post a Comment

Previous Post Next Post