বার বার কেন ১৪ এপ্রিল সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে? | Salman Khan Latest News

বার বার কেন ১৪ এপ্রিল সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে? | Salman Khan Latest News


গত একবছরে একাধিক হুমকির সম্মুখীন হয়েছেন বলিউডডের ভাইজান সালমান খান। এই ঘটনা তার কাছে আর নতুন নয়। তবে হুমকির পরেও থেমে থাকেননি ভাইজান। শুটিং থেকে সিনেমার প্রচার, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সবটা সেরেছেন অভিনেতা। 

২০২৪ এরপর ২০২৫। বছর খানেক পরেও ঘটনাচক্রে সেই ১৪ এপ্রিল। সালমানের জীবনে যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কী ঘটেছিল ২০২৪-এর ১৪ এপ্রিল? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সালমান। তারই মাঝে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান।

 জানা গেছে, সোমবার মুম্বাইয়ের ওর্লি এলাকায় পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি দিয়ে মেসেজ আসে। যেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে।

একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ওর্লি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে। যে নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে সেটি ট্র্যাক করা হচ্ছে।

এদিকে ২০২৪ সালের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার পর দায় স্বীকার করেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। যে ঘটনায় সালমানকে Y+ ক্যাটিগরির নিরাপত্তা প্রদান করা হয়। এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

অনেকেরই মনে প্রশ্ন, ২০২৪ সালের ১৪ এপ্রিল এবং ২০২৫ সালের ১৪ এপ্রিল, এই ঘটনা কি নিছকই কাকতালীয়? নাকি ১৪ এপ্রিল দিনটিই বেছে নেওয়া হয়েছে ভাইজানের জন্য?

Post a Comment

নবীনতর পূর্বতন