পর্দার কাবিলার মায়ের মৃত্যুতে যা বললেন পলাশ | Polash Latest News

পর্দার কাবিলার মায়ের মৃত্যুতে যা বললেন পলাশ | Polash Latest News



না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬ টা ৪০ মিনিটে মারা গেছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী।
এর আগে হার্ট অ্যাটাক নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন টিভি পর্দার জনপ্রিয় এই মুখ। মঙ্গলবার ভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে এ প্রজন্মের দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন গুলশান আরা। কাজল আরেফিন অমি পরিচালিত সেই ধারাবাহিকে জিয়াউল হক পলাশের (কাবিলা চরিত্রের) মা নোয়াখালীর চেয়ারম্যান হিসেবে অভিনয় করেন তিনি। 
পর্দার মাকে হারিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্টের একটি দৃশ্যের স্থিরচিত্র প্রকাশ করে অভিনেতা লিখেছেন, গুলশান আরা আহমেদ, আপনারা যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখেছেন তারা জানেন উনি কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আপনাদের প্রিয় পলি চেয়ারম্যান। এই মানুষটি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। খুব ব্যাথিত মন নিয়ে এই মৃত্যুর সংবাদ আপনাদের দিতে হলো। আপনারা তার জন্য দোয়া করবেন। একসময়ের জীবন্ত এক ছবি আজ স্মৃতি হয়ে গেলো। ভাবতেই কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তাকে যেনো বেহেশত নসীব করেন। আমিন।
গুলশান আরার মৃত্যু সংবাদের পরপরই নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুকে লিখেছেন,‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। এরপর অসংখ্য নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। 

Post a Comment

أحدث أقدم