সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা | Nasir Latest News

সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসিরের প্রশংসায় প্রভা | Nasir Latest News


দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে ব্যস্ত না থাকলেও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মেলে তার সরব উপস্থিতি।

ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন প্রভা। সম্পর্ক থেকেও মধুর অভিজ্ঞতা ছিল না। যে কারণে এবার জীবনসঙ্গী নিয়ে নিজের মত প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্রিকেটার নাসির হোসেন ও অভিনেতা সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে প্রশংসা করলেন প্রভা। এই অভিনেত্রী মনে করেন, জীবনসঙ্গী হিসেবে সালমান ও নাসির তাদের স্ত্রীকে বেশ সম্মান করেন।

প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি সেটা উল্লেখ করেননি এই অভিনেত্রী। এক্ষেত্রে ভক্তরা সংগীতশিল্পী শেখ সাদীকে অনুমান করছেন। 

কারণ সম্প্রতি পরীমণির সঙ্গে তার গৃহকর্মীকে জড়িয়ে ঘটনায় নায়িকার পাশেই দাঁড়াতে দেখা গেছে শেখ সাদীকে। শোবিজাঙ্গনে বহুদিন ধরেই এই জুটির প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন