ছেলে সন্তানের নামে স্বামীর পদবী রাখতে চাননা অভিনেত্রী | Manoshi Sengupta

ছেলে সন্তানের নামে স্বামীর পদবী রাখতে চাননা অভিনেত্রী | Manoshi Sengupta


গত মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কন্যাসন্তানের পর কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন অধ্যায়।

এদিকে মানসীর স্বামীর নাম অভিজিৎ ঘোষ। কিন্তু ছেলে অধ্যায়ের নামের সঙ্গে এই 'ঘোষ' পদবী জুড়ে দেননি অভিনেত্রী। তাই তো ছেলের নাম রেখেছেন অধ্যায় সেনগুপ্ত; ডাকনাম গোল্লা।

কেন মায়ের পদবীতেই ছেলের পরিচয় করাতে চান মানসী? এ প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমে মানসীর বলেন, 'আমার মেয়ে তো ওর বাবার পদবী পেয়েছে। ওর পদবী ঘোষ। আমি চাই আমার পদবীটাও থেকে যাক। তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায়।' 

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, আবারও মা হতে চলেছেন তিনি। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। যদিও এই পুরো সময়ে বেশ ভালোভাবেই উপভোগ করতে দেখা গেছে তাকে।

তবে দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার সম্পর্ক বিশেষ ভালো নয়। এও যোগ করেছিলেন, একসময় তাদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব ঠিক করে নিয়েছনে তারা।

Post a Comment

أحدث أقدم