বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। শোনা যাচ্ছে, পর্দার পরিচিতি মুখ মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে দীর্ঘ সময়ের প্রেম ছিল অভিনেতার; অবশেষে তা রূপ নিল পরিণয়ে।
রোববার রাতে সামাজিক মাধ্যমে জামিল-মুনমুনের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু। এদিনই নাকি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, লাল ট্র্যাডিশনাল শাড়ি পরে রয়েছেন মুনমুন, সাদা শেরওয়ানি পরেছেন জামিল। দুজনের মুখেই হাসি। এ সময় মুনমুনের হাতে আংটি পরিয়ে দিলেন জামিল।
এরপর অভিনেতা জামিল ও মুনমুন- তারা দুজনেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন। জামিল হোসেন লেখেন, 'আলহামদুলিল্লাহ।' এরপর মুনমুন তার প্রোফাইল থেকেও ছবি পোস্ট করেন। লেখেন, 'আমাদের জন্য দোয়া করবেন।' সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।
বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।
মুনমুন আহমেদ মুনের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ছুঁই ছুঁই।এছাড়াও ইনস্টাগ্রামেও রয়েছে তার ব্যাপক অনুসারী। প্রায় তিন লাখ অনুসারীদের কাছে সেখানে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন মুনমুন।
একটি মন্তব্য পোস্ট করুন