পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র! | Latest News

পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র! | Latest News


বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ কুমার। সম্প্রতি তাকে দেখা গেছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। কিন্তু সেখান থেকে এবার আলোচনায় অক্ষয়পুত্রের ব্যক্তিগত জীবন।

স্টারকিড হলেও আরভকে সেভাবে প্রচারে দেখা যায় না। সেখানে নিজের ব্যক্তিগত জীবনও গোপন রাখতে চান। তবে সেই হাই-প্রোফাইল পার্টি থেকে পাপারাৎজিদের হাতে একরকম ফেঁসেই গেলেন তিনি। কারণ, তখন তার সঙ্গে দেখা মেলে এক সুন্দরী রহস্যময়ীকে। 

সেই ছবি ছড়িয়ে পড়তেই আরভের প্রেম নিয়ে তুমুল জল্পনা শুরু। তখন ওই পার্টিতে কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মেলে অক্ষয়পুত্রের। তাদের দুজনকে খোশমেজাজেই দেখা যায় তখন। এমনকি পাপারাৎজিদের দেখে হাসিও দেন তারা। আর তা থেকেই আলোচনা।

এরপর রাত গড়াতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ ও তার ওই সঙ্গীকে। দেখা যায়, বের হওয়ার সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে পাওয়া একটা উপহারের ব্যাগ।

তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে আরভের সঙ্গে থাকা সেই নারী কে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক চলছে কি না, সেটা শুধু সময়ই বলতে পারে।

Post a Comment

Previous Post Next Post