পুরোপুরি মায়ের মতো হওয়াটা জেদে পরিণত হলো | Latest News

পুরোপুরি মায়ের মতো হওয়াটা জেদে পরিণত হলো | Latest News


ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। আগামীতে তাকে দেখা যাবে দুর্গাপুর জংশন ছবিতে। আর তার আগে এক অজানা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। জানালেন, সবসময় মায়ের মতোই হতে চান তিনি, আর তার প্রতিটি কাজে মায়ের ছোঁয়া রাখতে একটি জিনিস করে থাকেন তিনি।

সদ্যই শুটিংয়ের সময়ে তোলা বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্বস্তিকা। সেখানে তাকে একটি সবুজ তাঁতের শাড়ি পরে থাকতে দেখা যায়। এই ছবিগুলো শেয়ার করে স্বস্তিকা লেখেন, 'আমার ক্যারিয়ারের শুরু টিভি দিয়ে। তারপর আস্তে আস্তে সিনেমায় পদার্পণ। সেই দেবদাসী সিরিয়াল থেকে মায়ের শাড়ি পরা শুরু।'

স্বস্তিকা লেখেন, '২৫ বছর আগে স্টাইলিস্টের চল ছিল না। তখন মা-ই সবচেয়ে বড় স্টাইলিস্ট। সে সময় ইন্ডাস্ট্রিতে আমাদের সবার জামাকাপড়, জুতো, মোজা, মানে চরিত্রের লুক অনুযায়ী যা লাগত সব আসত আমাদের বিভিন্ন ড্রেসারদের গোডাউন থেকে। ড্রেসারদের স্টক খুবই ভালো হতো কিন্তু আমার মায়ের স্টক অবশ্যই পৃথিবীর মধ্যে সেরা। বড় হওয়ার সঙ্গে নিজেরও সবচেয়ে বেশি ভালো লাগে শাড়ি পরতে তাই মায়ের স্টকের সঙ্গে যোগ হতে লাগল আমারগুলোও।'

তিনি এদিন আরও জানান, তার বোন একটা সময় পর্যন্ত তার স্টাইলিং করে দিতেন।  অভিনেত্রী বলেন, ২০২০ পর্যন্ত সবই বোনের স্টাইলিং করা। তারপর ও কালর্স টিভি জয়েন করাতে আবার নতুনদের সঙ্গে কাজ করা শুরু করলাম। আমাদের দুই বোন এরই সাজগোজ সবই মায়ের থেকে শেখা। মা চলে যাওয়ার পর, মায়ের মতোই হতে হবে পুরোটা, এটা একটা জেদে পরিণত হল। আমাদের দুই বোনের প্রায় একটা কম্পিটিশন চলে- সারাক্ষণ কাকে বেশি মায়ের মতো লাগছে সেই নিয়ে।'

স্বস্তিকা এদিন পরিশেষে বলেন, 'আরও একটা জিনিস হলো, মা চলে যেতে আমি আমার সব কাজে, সব চরিত্রে মায়ের কিছু না কিছু ছোঁয়া রাখা শুরু করলাম। মায়ের শাড়ি, শাঁখা-পলা, রুপা-ইমিটেশনের গয়না, যাকে আজকাল আমরা বলি কস্টিউম জুয়েলারি, কুরুশের পাড় বসানো পেটিকোট, পুরনো টিপের পাতারগুচ্ছ থেকে পাওয়া টিপ। চরিত্র অনুযায়ী যখন যেটা পারি আমার সঙ্গে মাও একটু কাজগুলোতে লেপ্টে রয়ে যাবে এই আশায়।'

Post a Comment

Previous Post Next Post