গুরুতর অভিযোগে ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতার কারাদণ্ড | Latest News

গুরুতর অভিযোগে ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতার কারাদণ্ড | Latest News


জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে বেশ প্রশংসিত কোরীয় অভিনেতা ও ইয়াং সু। কিন্তু এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৮০ বছরের এই অভিনেতা।

জানা গেছে, যৌন হেনস্তার মামলায় অভিনেতাকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এর আগে ২০২২ সালে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক নারী। তারই প্রেক্ষিতে অভিনেতাকে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত।

২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে সেই নারী অভিযোগ দায়ের করেন ২০২২ সালে। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন ওই অভিনেতা। কিন্তু আদালতে সেই মামলা চলতে থাকে। অভিনেতা নিজেকে বরাবর নির্দোষ দাবি করেন।

২০২৪-এ আদালত থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযোগকারীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। কারণ তিনি বিষয়টা নিয়ে বেশি শোরগোল করতে চান না। কিন্তু আদালত এই মামলায় রায় ঘোষণা করে অভিনেতাকে দোষী সাব্যস্ত করেছে।

Post a Comment

Previous Post Next Post