ইমরান হাশমির বাজে অভিজ্ঞতা যখন নায়িকার মুখের দুর্গন্ধ! | Latest News

ইমরান হাশমির বাজে অভিজ্ঞতা যখন নায়িকার মুখের দুর্গন্ধ! | Latest News


বলিউড নায়ক ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি ছবিতেই নায়িকাদের চুমু খেয়েছিলেন তিনি। অথচ বাস্তব জীবনে স্ত্রী ছাড়া কিছুই বোঝেন না তিনি। আবার কোনো নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানোর কথাও শোনা যায়না অভিনেতাকে নিয়ে।

পর্দায় চুম্বনদৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজা বলা হয় ইমরান হাশমিকে। তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সমস্যাও হয়েছিল তার। এক নায়িকার মুখের দুর্গন্ধে নাকি প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরানের। সেই ঘটনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন- এমন প্রশ্ন করা হয়েছিল ইমরানকে। অভিনেতা বলেছিলেন, 'মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা। যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন। খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে, সেটা আমি বলব না। এটুকু বলতে পারি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখে যেমন গন্ধ হয়, তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি।'

এই ভিডিওর অংশ ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। ভিডিও ছড়িয়ে পড়তেই ইমরানের অনুরাগীরা জল্পনা শুরু করে খারাপ চুম্বনের বিষয়ে। তবে তা কখনোই প্রকাশ্যে আনেননি ইমরান। ‘মার্ডার টু’ ছবিতে জ্যাকলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানিয়েছিলেন ইমরান।

Post a Comment

أحدث أقدم