বিয়ে করেছেন আরাফাত মহসিন ও রাবা খান | Latest News

বিয়ে করেছেন আরাফাত মহসিন ও রাবা খান | Latest News


সংগীতশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। শুক্রবার সামাজিক মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন রাবা নিজেই; এক ফেসবুক পোস্টে প্রকাশ করেন তাদের বিয়ের একাধিক ছবি।

ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দুজনের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট। রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাত বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।

সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লেখেন, 'এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা'। এরপর সেখানে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি। আর পোস্টটিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।

রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গন। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝে।

রাবা ও আরাফাতের বিয়ের মধ্য দিয়ে আরও এক তারকা দম্পতি পেলো দেশের শোবিজ অঙ্গন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে রাবার। আবার এদিকে ভক্তকূলের কাছে গানের মানুষ হিসেবে পরিচিত আরাফাত। তবে ছোট থেকে নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে এখন তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন