ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হৃতিক, বললেন- ‘খুবই উদ্বিগ্ন’ | Latest News

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হৃতিক, বললেন- ‘খুবই উদ্বিগ্ন’ | Latest News


বলিউডের নায়ক হৃতিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। হৃতিকের অভিনয় থেকে নাচ- গত দুই দশক ধরে বুদ হয়ে রয়েছে তার বিশাল সংখ্যক দর্শক। শোনা যাচ্ছে, এবার বড় পর্দার পেছনে কাজ করবেন হৃতিক, যার মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন তিনি।

হৃতিকের পরিচালনার হাতেখড়ির খবর নিশ্চিত করেন বাবা রাকেশ রোশন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ফোর’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’

এবার নিজের পরিচালনায় হাতেখড়ির ব্যাপারে মুখ খুললেন স্বয়ং হৃতিক রোশন।

সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দেন ‘গ্রিক গড’। সেখানেই অনুরাগীদের প্রশ্নের উত্তরে হৃতিক নিজের ‘টেনশন’-এর কথা প্রকাশ করেন। বলেন, ‘প্রথমবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছি। বিষয়টা নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে সাহস যোগাবেন। আপনাদের সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’

তার এই কথা শুনে অভিনেতাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগীর শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে ধন্য ধন্য শুরু করেছেন।

Post a Comment

Previous Post Next Post