‘আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত’ | Latest News

‘আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত’ | Latest News


বলিউড ছাড়ছেন পরিচালক অনুরাগ কাশ্যপ ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জন দীর্ঘদিনের। নিজেও কিছু অনুষ্ঠানে এ কথা বলেছেন। তবে সম্প্রতি পরিচালকের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা। তিনি নিজেকে শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত বলে উল্লেখ করেছেন।

শুধু তাই নয়, তার হাতে এই মুহূর্তে পাঁচটি সিনেমাও রয়েছে বলে জানিয়েছেন। মুম্বাই ছেড়ে চলে গেলেও তাই সিনেমা বানানো কোনও ভাবে বন্ধ করবেন না বলেও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘আমি কেবল শহর পরিবর্তন করছি। আমি সিনেমা বানানো ছেড়ে দিচ্ছি না।’

 তার কথায়, ‘যারা মনে করছেন আমি হতাশ হয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছি তাদের জন্য জানিয়ে রাখি আমি এখানেই আছি এবং শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত। (আমাকে সেটা হতেও হয়, কারণ, আমি তো ওর মতো অত বেশি টাকা রোজগার করি না)। ২০২৮ সালের আগে আমার হাতে আপাতত কোনও ডেট নেই।’

একইসঙ্গে পরিচালক জানান, তার ঝুলিতে পাঁচটি সিনেমা রয়েছে। তার মধ্যে চলতি বছরে তিনটি এবং আগামী বছরের শুরুতেই দুটি মুক্তি পাবে। তবে একদিনে একইসঙ্গে তিনটা প্রোজেক্টে কাজ করতেও তিনি ইচ্ছুক নন। 

তবে এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, তিনি মুম্বাই ছেড়ে চলে যেতে চান। কারণ হিসেবে অনুরাগের দাবি, ‘আমি চলচ্চিত্রের লোকেদের থেকে দূরে থাকতে চাই। এই ইন্ডাস্ট্রি খুব বিষাক্ত হয়ে উঠেছে। সবাই অবাস্তব লক্ষের পিছনে ছুটছে। সকলেই ৫০০ বা ৮০০ কোটি টাকার সিনেমা তৈরির চেষ্টা করছেন। যার ফলে সৃজনশীল পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post