খুব ছোট’ বলে কটাক্ষ, সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী | Latest News

খুব ছোট’ বলে কটাক্ষ, সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী | Latest News


২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য মডেলিংয়ের ক্ষেত্রে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

এরপর তামিলের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০১৪ সালে প্রথমবার তেলুগু ছবিতে অভিনয় করেন। হিন্দি ছবির জগতেও পরিচিতি তৈরির পরিকল্পনা করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় পূজাকে। এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরেও বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে তাকে। 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটি তামিল ছবি থেকে নাকি বাদ পড়েছিলেন তিনি। আরও জানান, অভিনয় জগতে এত বছর কাটিয়ে ফেললেও আজও প্রযোজকরা প্রত্যাখ্যান করেন তাকে। 

পূজা বলেন, 'একটি তামিল ছবির নায়িকার চরিত্রে অডিশন দিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাকে মনোনিত করলেও পরে অদ্ভুত এক কারণে বাদ দেন। তাদের মতে ওই চরিত্রের তুলনায় আমার বয়স অনেক কম, বয়সে খুব ছোট বলেও কথা শোনান। সে কারণেই ছবিটি থেকে বাদ পড়ি। এরপর জানতে পারি, ওরা ওদের পছন্দ মতো অভিনেত্রী পেয়ে গেছেন। শুটিংও শুরু করেছে।'

Post a Comment

أحدث أقدم