শামীম হাসানের স্ত্রীর পরিচয় জানা গেল | Latest News

শামীম হাসানের স্ত্রীর পরিচয় জানা গেল | Latest News


ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন একেবারেই কম ছিল না। কান পাতলেই অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে শামীমের প্রেম গুঞ্জন শোনা যেত। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশ করতে দেখা গেছে। 
আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের কস্টিউমে কয়েকটি ছবি ভাইরাল হয়। ফলে অনেকে ধরেও নেয় অহনার পর এতদিন তানিয়ার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছিলেন শামীম।
যদিও শামীম পরে স্পষ্ট করেন, এসব নিছকই মজার উদ্দেশেই করেন তিনি; বিয়ের পোস্টগুলো ছিল ভূয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া। এরপর অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হতে থাকে, আদতে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শামীম!
এরইমধ্যে শুক্রবার শামীমের বিয়ের ছবির প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম। যদিও শুরুর দিকে সামাজিক মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।
তবে শুক্রবার রাতে প্রোফাইলে 'গট ম্যারিড' পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন।
তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।
বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?

Post a Comment

Previous Post Next Post