মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজন ফোর’ থাকছে চমক | Latest News

মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজন ফোর’ থাকছে চমক | Latest News


‘পঞ্চায়েত’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজন ফোর’ থাকছে চমক। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই সিরিজ়ের পাঁচ বছর পূর্ণ। উদ্‌যাপনের দিনেই তাই বিশেষ ঘোষণা ভক্তদের জন্য। চলতি বছরের ২ জুলাই থেকে প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে ‘পঞ্চায়েত সিজন ফোর’।

আবারও ফুলেরা গ্রামের গল্প মন ছুঁয়ে যাবে ভক্তদের। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রতি সিরিজেরর মতো এ বারেও একঝাঁক চমক থাকবে ‘পঞ্চায়েত’-এ বলাই যায়। কিছু মজার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই শেয়ার করেছেন নির্মাতারা। 

ভিডিওতে অভিনেতা জিতেন্দ্র কুমারকে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে যেমন দেখা যাবে। তেমনই এই সিরিজে অন্যতম চমক হতে চলেছেন ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিক খ্যাত গোপী বহু।

প্রতিটি অভিনেতার দুর্দান্ত অভিনয় এবং অনবদ্য গ্রামীণ পরিবেশ সকলের মন জয় করেছে আগেও। সিজন ৪-এ আরও বেশি টানটান মুহূর্ত, হাসি এবং আবেগঘন মুহূর্ত থাকবে বলে মনে করা হচ্ছে। যেখানে ভক্তদের সামনে ফুলেরার আরও নানা ঘটনা তুলে ধরা হবে।

ভারতের উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত অফিসের সচিব হিসেবে চাকরি নেন অভিষেক। তার জীবনের নানা ঘটনা, চাকরি জীবনের একাধিক প্রতিকূলতা এই সিরিজের প্রাণ বলা চলে। 

আসন্ন সিজনে কীভাবে অভিষেক, প্রধানজি এবং ফুলেরার বাসিন্দারা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তা তুলে ধরা হবে। সিজন ৪-এ জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জ়ল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা-সহ একঝাঁক অভিনেতাকে দেখা যাবে।

Post a Comment

Previous Post Next Post