নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম হাসান | Latest News

নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম হাসান | Latest News


বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন অভিনেতা। আর নেটিজেনরাও ধরে নিতো, সত্যিই বোধহয় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এর খানিকটা পরে শামিম মন্তব্যঘরে জানিয়ে দিতেন, 'এটা নাটকের দৃশ্য'।

কিন্তু শামীম হাসানের এবারের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিলো। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। তাতে ক্যাপশনে লেখেন, 'আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'

শুধু তাই নয়, প্রকাশ করা আরও একটি ছবি নিশ্চিত করে শামিমের বিয়ে। সেই ছবিতে দেখা যায়, স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা। যদিও স্ত্রীর পরিচয় জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার কেউ নন।

ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকাঅঙ্গনও। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন।

তবে অতীতে শামীমের বিয়ে নিয়ে রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?

Post a Comment

Previous Post Next Post