চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের | China Trump News | International News

চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের | China Trump News | International News




হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প তার ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবসের' অংশ হিসেবে চীনা আমদানির ওপর ৩৪ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর রোববার পাল্টা শুল্ক বসায় বেইজিং।

ট্রাম্প সোমবার সোশাল মিডিয়ার এক পোস্টে ওই শুল্ক বাতিলে চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছেন। বেইজিং তা না করলে ৫০ শতাংশ নতুন শুল্ক বসবে। খবর বিবিসির

এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক উৎপীড়নের’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বলেছে, ‘বেইজিং তার বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যদি নিজের হুমকি অনুযায়ী আদেশ দেন, তাহলে মার্কিন কোম্পানিগুলোকে চীনা পণ্য আমদানিতে ১০৪ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। কারণ মার্চেই ২০ শতাংশ এবং গত সপ্তাহে ৩৪ শতাংশ- মোট ৫৪ শতাংশ শুল্ক ইতোমধ্যে রয়েছে। নতুন করে ৫০ শতাংশ বসলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি ও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে আরও বলেন, ‘আমাদের সঙ্গে শুল্ক নিয়ে চীনের অনুরোধে চলা সব আলোচনা বন্ধ করা হবে!’


Post a Comment

أحدث أقدم