ছেলের সঙ্গে ‘প্রজাপতি খেলা’য় পরীমণি | Porimoni Latest News

ছেলের সঙ্গে ‘প্রজাপতি খেলা’য় পরীমণি | Porimoni Latest News


ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। 

এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে। 

এদিকে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় মা-ছেলে বিছানায় শুয়ে খুনশুটি করছে আর ছেলে পরীর চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

শেয়ার করা ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আরও দেখা যায়, পরী তার ছেলেকে আব্বা বলছে আর রাজ্য বিছানায় শুয়ে থেকে পরীর কপালে, গালে, চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে। 

ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমাদের প্রজাপতি খেলা।’ এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরী আর রাজ্যর খুনশুটি দেখে বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘পরীর ডানা গুলোকে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন।’ আরেকজনের ভাষ্য, ‘মা ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে।

Post a Comment

Previous Post Next Post