রূপের রহস্য জানালেন পরীমণি | Porimoni Latest News

রূপের রহস্য জানালেন পরীমণি | Porimoni Latest News


ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়।

তবে সবকিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা কর নিয়েছেন। অভিনয়ের পাশপাশি পরীর রূপের রহস্য নিয়ে নেটিজেনদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জেগেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপনের দৃশ্যে তিনি তার রূপের রহস্যের কথা জানিয়েছেন।  শেয়ার করা ভিডিওতে পরী ল্যসময়ী হয়ে নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা।’ এরপর বলেন, ‘মটেও না নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা।’

রূপের রহস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ভালো অনুভূতি, পুরো দিন বলতে দিতে পারে। একটুখানি যত্ন পারে তোমাকে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো নিজের যত্নে। আমার রূপের রহস্য রোজ শাওয়ার জেল।’

Post a Comment

নবীনতর পূর্বতন