চুমুকাণ্ডে উদিতের পাশে দাঁড়ালেন অভিনেত্রী কুণিকা | Latest News

চুমুকাণ্ডে উদিতের পাশে দাঁড়ালেন অভিনেত্রী কুণিকা | Latest News


একটি গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুমু দিয়েছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী উদিত নারায়ণ। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। 

তবে উদিতের ব্যবহারে কোনও দোষই দেখছেন না অভিনেত্রী কুণিকা সদানন্দ। বরং উদিতের পক্ষে কথা বলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কুণিকা বলেন, ‘উদিত নারায়ণজি চুম্বন করেছেন, একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুম্বন করেছেন, সেই জায়গাটা ঠিক নয়। গালে চুম্বন করতে পারতেন।’

তিনি আরও বলেন, ‘মঞ্চে অনুষ্ঠান করার সময়ে এক অন্য মাদকতা কাজ করে। উত্তেজনা তুঙ্গে থাকে। দর্শক এত ভালোবাসা দেয়, নেশার মতো তা কাজ করে। এই ধরনের মুহূর্তে এই সব ঘটেই থাকে।’

এই মন্তব্যের পরে অন্য মহিলারা তাকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা। তার কথায়, ‘ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনও আপত্তিও জানায়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন