রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন নায়ক নিজেই! | Latest News

রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন নায়ক নিজেই! | Latest News


বলিউডের রণবীর কাপুরের প্রেমজীবন নিয়ে চর্চার পারদ সবসময়ই তুঙ্গে ছিল। এই রণবীর যে ছোট থেকেই নারী ঘেঁষা ছিলেন, তা কারও অজানাও নয়। এরপর আলিয়া ভাটকে বিয়ে ও কন্যা রাহার জন্মের পর পুরোপুরি একজন ফ্যামিলি ম্যান হয়ে ওঠেন রণবীর।

কিন্তু এরই মধ্যে রণবীরের এক মন্তব্য ঘিরে যেন মাথায় বাজ পড়ল অনুরাগীদের! নায়ক জানালেন, আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন, এর আগেও বিয়ে হয়েছে রণবীরের!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের এক গোপন কথা ফাঁস করেন রণবীর। এর আগে তাকে প্রশ্ন ছোঁড়া হয়, জীবনে কোনো উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কি না? 

জবাবে নায়ক বলেন, 'উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে যান। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে বিয়ে করতে না পারলেও সে আসলে আমার বাড়ির গেটটাকেই বিয়ে করে।'

রণবীর আরও বলেন, 'ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গেছে।'

এরপরই রসিকতা করে রণবীর বলেন, 'আমার তো সেই "প্রথম স্ত্রী"র সঙ্গে কোনোদিন দেখা হয়নি। হয়তো কোনোদিন দেখা হবে ভবিষ্যতে।'

Post a Comment

Previous Post Next Post