সমালোচনা করতেও ছাড়েন না, ক্যাটরিনার সঙ্গে মধুর সম্পর্ক দেবরের | Latest News

সমালোচনা করতেও ছাড়েন না, ক্যাটরিনার সঙ্গে মধুর সম্পর্ক দেবরের | Latest News


ভিকি কৌশল যখন ‘ছাওয়া’র প্রচার নিয়ে ব্যস্ত, তখন শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে অভিনেত্রীর নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়াতে। 

প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে স্নানরত ক্যাটরিনার ‘পূজারিণী’ রূপ দেখে আবেগে ভেসেছিলেন অনুরাগীরা। অভিনেত্রী নাকি বরাবরই খুব আধ্যাত্মিক। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। তবে ঈশ্বরেও প্রবল ভাবে বিশ্বাসী তিনি। 

এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাটরিনার দেবর তথা অভিনেতা সানি কৌশল।

বৌদির সঙ্গে খুনসুটির সম্পর্ক সানির। নতুন কোনও ছবি মুক্তি পেলে, বৌদির প্রতিক্রিয়াও সানির কাছে বেশ গুরুত্বপূর্ণ। মন দিয়ে ছবি দেখে তার মতামত জানান ক্যাটরিনা। প্রয়োজনে সমালোচনাও করেন। দেবেরের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তার। আবার আধ্যাত্মিক বিষয় নিয়েও দীর্ঘ কথোপকথন হয় বৌদি ও দেবরের। 

সানির কথায়, “ক্যাটরিনা খুবই আধ্যাত্মিক মানুষ।” তবে শুধুই গুরুগম্ভীর বিষয়ই নয়, বৌদির সঙ্গে খুনসুটি মশকরাও করেন সানি। ক্যাটরিনার সঙ্গে যে কোনও কথোপকথনই উপভোগ করেন তিনি।

দাদা ভিকি কৌশলের সঙ্গেও সম্পর্কের সমীকরণের কথা বলেছিলেন সানি। ভিকিও ভাইয়ের সব ছবি দেখেন, কিন্তু তেমন কাটাছেঁড়া করেন না। যে কোনও ছবি দেখেই ইতিবাচক প্রতিক্রিয়া দেন ভিকি। অভিনয় নিয়ে সমালোচনাও তেমন করেন না ‘ছাওয়া’র অভিনেতা।

মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন ক্যাটরিনা। তবে তাকে দেখে সেলফি তুলতে ছুটে এসেছিলেন পুণ্যার্থীরা। তাই বেগতিক পরিস্থিতিতেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। 

যদিও সেসব নিয়ে কোনও মন্তব্য করেননি ক্যাটরিনা। বরং তিনি বলেছিলেন, “অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।”

Post a Comment

Previous Post Next Post