৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল | Latest News

৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল | Latest News


সদ্যই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তার মডেল স্ত্রী ধনশ্রী। তাদের সংসার ভাঙার খবরের পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার নাকি তার প্রাক্তন স্ত্রীকে ৬০ কোটি টাকা ভরণপোষণ বাবদ দেবেন। 

তবে এবার জানা গেল, ৬০ কোটি নয় বরং প্রাক্তন স্বামীর কাছ থেকে ভরণপোষণ বাবদ কত টাকা পাচ্ছেন ধনশ্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মাত্র ৪ কোটি ৭৫ লাখ টাকা পাচ্ছেন চাহালের প্রাক্তন স্ত্রী।

যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের কেসের শুনানি ছিল ১৯ মার্চ (বুধবার)। এদিন মুম্বাই হাইকোর্টের তরফে ফ্যমিলি কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই ভারতীয় ক্রিকেটার এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মার ডিভোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। এটার প্রধান কারণ হলো আইপিএলের মৌসুম শুরু হচ্ছে। 

এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত আড়াই বছর ধরে ধনশ্রী এবং চাহাল আলাদা থাকছেন। তাই তারা কোর্টের কাছে আবেদন করেছেন যাতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের ১৩ বি ধারা অনুযায়ী ছয় মাসের কুলিং পিরিয়ড ছাড়া, তাদের বিয়ে আর কোনওভাবে টিকিয়ে রাখা যায় কিনা সেটা বোঝার সময় না দিয়েই যেন বিচ্ছেদটি হয়ে যায়।

জাস্টিস মাধব জামদার ফ্যমিলি কোর্টকে নির্দেশ দিয়েছে, তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ মার্চ সিদ্ধান্ত জানাতে। শুধু তাই নয় কোর্ট এক্ষেত্রে তাদের আলাদা থাকার বিষয়টাও নজর রেখেছে। পাশাপাশি, দুজন ভরণপোষণ নিয়ে মধ্যস্থতায় এসেছে।

বার অ্যান্ড বেঞ্চের তরফে জানানো হয়েছে, বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণ হিসেবে ধনশ্রী ভার্মাকে যুজেন্দ্র চাহাল ৪ কোটি ৭৫ লাখ টাকা দেবেন। মাঝে রটে গিয়েছিল, এই স্বল্প সময়ের বিয়ের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছেন। যদিও তার বাড়ির তরফ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছিল। 

এবার জানা গেল, যেটা রটেছিল সেটা নেহাতই গুজব। আসল ভরণপোষণের সংখ্যা বাস্তবের থেকে অনেকটাই কম। শুনানির সময় চাহাল ২ কোটি ৩৭ লাখ টাকা দিয়েছেন। বাকিটাও পরে বুঝিয়ে দিতে হবে স্ত্রীকে।

চাহাল এবং ধনশ্রী ভার্মা গত ২০২০ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকা শুরু করেন তারা। আর চলতি বছরেই হাঁটলেন বিচ্ছেদের পথে। 


Post a Comment

Previous Post Next Post