ক্যান্সার আক্রান্ত হিনাকে কেন কটাক্ষ রোজলিনের? | Latest News

ক্যান্সার আক্রান্ত হিনাকে কেন কটাক্ষ রোজলিনের? | Latest News

বেশ কিছু দিন ধরেই চর্চায় বলিউড অভিনেত্রী রোজলিন খান। একদিকে যেমন তার ক্যান্সারের যন্ত্রণা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা চর্চা। তেমনই আবার হিনাকে নিয়ে তার নানা মন্তব্য নজর কেড়েছে সকলের। হিনা ‘প্রচারের জন্য’ ক্যান্সার নিয়ে এত পোস্ট করেন বলে যেমন দাবি করেছেন রোজলিন। 

তেমনই আবার অনেকেই রোজলিনের একের পর এক হিনাকে আক্রমণ নিয়েও তুলেছেন প্রশ্ন। রোজলিনের কথায়, ‘সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত আমাদের দু’জনেরই একই হাসপাতালে চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসক, নার্স সব এক। তাই সেখানেই আমি জানতে পারি যে হিনাও এই রোগে আক্রান্ত। তবে চিকিৎসা খুব ভালো হচ্ছে। এবং হিনা সুস্থ আছেন বলেও জানান চিকিৎসকরা।’

একই হাসপাতালে একই রোগের একই চিকিৎসকের কাছে চিকিৎসা চলার পরেও, কেন সুস্থ হয়ে উঠছেন না তিনি। এ কথা ভেবেই অদ্ভুত একটা কষ্ট হতে থাকে রোজ়লিনের। চিকিৎসকদের সঙ্গে কথা বললে তিনি জানতে পারেন দু’জনের স্টেজ একেবারে আলাদা। তার ভাষ্য, ‘চিকিৎসকরা আমায় জানায়, তোমার স্টেজ ৪ আর হিনার স্টেজ ২। তাই তুলনা করো না দু’জনের রোগের মধ্যে।’

চিকিৎসকদের কথার সঙ্গে হিনার বক্তব্যের পার্থক্য দেখে স্তম্ভিত হয়ে যান রোজলিন। তিনি বলেন, ‘হিনাকে দেখলাম সংবাদ মাধ্যমকে বলছেন, তার স্টেজ ৩। তখন আমার মনে হয়েছিল, এটা হিনা ঠিক করছেন না। সবসময় তিনি ক্যান্সার নিয়ে কথা বলেন। 

‘তা বলে স্টেজ নিয়েও এভাবে মিথ্যে বলবেন? ও তো এমনিই জনপ্রিয়। তারপরেও কেন এমন মিথ্যে বলার প্রয়োজন পড়ছে? এরপর যখন দেখলাম কেমো নিয়েও স্কুবা ড্রাইভিং করছেন। এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন, তখন মনে হয়েছিল মানুষের সত্যিটা জানা প্রয়োজন।’

শুধু তাই নয়, কেমোথেরাপির ফলে চুল উঠে গেলেও কেন হিনা কোনও ছবি ভাগ করেননি সোশ্যাল মিডিয়ায়? প্রশ্ন তুলেছেন রোজলিন। তার কথায়, ‘তবে কি রূপ-সৌন্দর্যই সব? কেন নিজের চুলহীন কোনও ছবি শেয়ার করেননি কখনও হিনা? এটাও তো ক্যান্সারের একটি অঙ্গ।’ তবে ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে রোজলিন বলেন, ‘প্রতিটা মানুষের লড়াই আলাদা। যন্ত্রণাও আলাদা। তাই মনের জোর রেখে বাঁচতে হবে।’

Post a Comment

Previous Post Next Post