জেলে একদিন এক বছরের মতো মনে হতো : রিয়া | Latest News

জেলে একদিন এক বছরের মতো মনে হতো : রিয়া | Latest News


২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার বিরুদ্ধে খুন ও মাদকের মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর প্রায় ১ মাসের মতো সময় জেলে কাটিয়েছেন অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, জেলে থাকার অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর। পাশাপাশি, ২৭ দিন কারাবন্দি থাকার সেই অভিজ্ঞতাকে অন্য এক পৃথিবীর সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী। 

রিয়া বলেন, ‘জেল আসলে অন্য এক জগত। ওখানে কোনও সমাজ নেই। সবাই একই সংখ্যা মাত্র। তবে জেলে যারা থাকেন, তাদের মধ্যে ৮০ শতাংশ নির্দোষ হন। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে।’

রিয়া আরও বলেন, ‘আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলেছিলেন তারা এই কাজটি করেননি। নিজেদের আত্মরক্ষার জন্য বা অন্য কোনও কারণে অপরাধ করে ফেলেছিলেন। যেটা ইচ্ছাকৃতভাবে নয়।’

জেলের অনুভূতি শেয়ার করতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এমন একটা পরিবেশ, যেখানে আপনাকে প্রতিমুহূর্তেই বেঁচে থাকার রসদ খুঁজে নিতে হবে। সারাদিন আপনি যেহেতু তেমন কোনও কাজ করেন না তাই এক একটা দিন শেষ হতে অনেকটা সময় লেগে যায়। এক একটা দিন এক বছরের মতো মনে হয়।’

অভিনেত্রী বলেছিলেন, ‘প্রথম প্রথম ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সত্যি কঠিন ছিল। একটা গভীর হতাশা এবং অন্ধকার তৈরি হয় মনে। আসলে যারা জেলে থাকে, তারা বিশ্বাসই করতে পারে না যে তারা ওই পরিবেশে থাকতে পারে।’

বিচার ব্যবস্থার কথা তুলে ধরে রিয়া বলেন, ‘যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তাকে দোষী প্রমাণ করতে করতেই চার বছর লেগে যায়। তারপর তার শাস্তির মেয়াদ শুরু হয়। অন্যদিকে যারা নির্দোষ, তাদের মধ্যেও কেউ ৭ বছর, কেউ ৮ বছর, কেউ আবার ১০ বছর ধরে জেলে রয়েছেন।’

প্রসঙ্গত, ২০২০ সালে ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে মারা যান সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর পর বলিউডের অভ্যন্তরীণ বিভিন্ন অন্ধকার দিক মানুষের সামনে উঠে আসে। অভিনেতার মৃত্যুর ৫ বছর পর প্রমাণিত হয় অভিনেতাকে খুন করা হয়নি, বরং আত্মহত্যা করেছেন সুশান্ত।

Post a Comment

Previous Post Next Post