ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিজের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সদ্যই তার অসুস্থতার খবরে শোরগোল পড়ে যায় পুরো টালিউডে। সকলেই তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
বাবার অসুস্থতার এমন খবর ছড়াতেই দ্রুত সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন প্রসেনজিৎ। সেখানে টালিউডের বুম্বাদা লিখলেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে’।
এই খবরে স্বস্তিতে কিংবদন্তি অভিনেতার অনুরাগীরা। প্রসেনজিতের পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন লেখেন, ‘ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন…’। আরও একজন লেখেন, ‘শুনে শান্তি পেলাম।’
প্রবীণ শিল্পীদের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই নানা খবর রটে যায়। নেটপাড়ায় এই বিষয়টা নতুন নয়। ঠিক একইভাবে এবার ছড়িয়ে পড়ল বিশ্বজিৎ চ্যাটার্জির অসুস্থতার খবর। তবে সত্যিটা সামনে আনতে বিন্দুমাত্র সময় নেননি ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জি।
সিনেজগতের কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। বলিউড থেকে টালিউড, একের পর এক হিট ছবি তার ঝুলিতে। বাড়ছে বয়স। তবে এখনও তার গ্ল্যামারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনও বিশেষ ডাক পেলে নানা অনুষ্ঠানে তিনি চেষ্টা করেন অংশগ্রহণ করার।
إرسال تعليق