আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না : সাদিয়া আয়মান | Latest News

আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না : সাদিয়া আয়মান | Latest News


গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সে সময় অভিনেত্রীর 'অপ্রস্তত' অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন।

বলার বাকি থাকে না, ভিডিওটি তখন রীতিমতো অভিনেত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে। সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চান অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন সাদিয়া আয়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে; যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি। আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল।’

অভিনেত্রী বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে- তারকাদের সঙ্গে এমনটা হয়, কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আরকি। কিন্তু এ ঘটনার চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয়, ঠিক ওইদিনই- যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি। তখন আমার মনে হয়েছে, আমি যে সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছি, সেটা বোধহয় উনি মাথায় নিচ্ছেন না। এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিৎ।’

Post a Comment

Previous Post Next Post