নাক নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে উল্টো তোপের মুখে সাইফপুত্র | Latest News

নাক নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে উল্টো তোপের মুখে সাইফপুত্র | Latest News

সাধারণত তারকা কিংবা তারকা সন্তানেরা সমালোচনাকে সেভাবে আমলে নেন না। তবে ভিন্নতা দেখা গেল বলিউডের সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের ব্যাপারে। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই স্টারকিড।

মূলত, এক পাকিস্তানি সমালোচককে এক হাত নিয়েছেন ইব্রাহিম। যদিও সেই সমালোচক ধোঁয়া তুলসি পাতাও নন; এ ঘটনার আগে ইব্রাহিমের নাকের গড়ন নিয়ে মন্তব্য করেন তিনি; এর জেরে জবাব দেন ইব্রাহিম। কিন্তু ইব্রাহিমের সেই জবাব ভালোভাবে নেননি নেটিজেনরা।

তামুর নামে সেই সমালোচক দাবি করেন, ইব্রাহিম ‘নোজ জব’ করিয়েছেন। আর এই মন্তব্যের পরই নিজেকে আর ধরে রাখতে পারেননি নবাবের বড় ছেলে। সামাজিক মাধ্যমে সেই সমালোচকের ওপর বিরক্ত প্রকাশ করে ইব্রাহিম লিখেছেন, ‘আপনার নামটা অনেকটা আমার ছোট ভাই তৈমুরের মতো। আপনি আমার ভাইয়ের নাম পেয়েছেন। আপনি কী পাননি জানেন? তার মতো মুখ আপনি পাননি। আপনার মুখ আবর্জনার স্তূপ!’

ইব্রাহিম এখানেই থামেননি। রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনোদিন মুখোমুখি হলে ‘আবর্জনার মতো কুৎসিত মুখ’ তিনি আরও কুৎসিত বানিয়ে দেবেন।

ইব্রাহিমের এই মন্তব্যের স্ত্রিনশট ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ তো রীতিমতো ইব্রাহিমকেই দুষছেন; তার এই আচারের ওপর হতাশা প্রকাশ করছেন।

যেমন এক নেটিজেন লিখেছেন, ‘এই হচ্ছেন প্রকৃত ইব্রাহিম। পর্দার ওই নকল সভ্য-ভদ্র মানুষটি নয়!’ আরেকজন লিখেছেন, ‘ইব্রাহিমের উচিৎ ছিল তার বাবার সম্মান রক্ষা করা।’

তবে অনেকে ইব্রাহিমকে বিরূপ মন্তব্য করা সেই সমালোচকের ওপরেও চটেছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন