অপুর ঈদ স্পেশাল ট্র্যাডিশনাল লুক নজর কাড়ল সবার | Latest News

অপুর ঈদ স্পেশাল ট্র্যাডিশনাল লুক নজর কাড়ল সবার | Latest News


চলছে রমজান, সামনেই ঈদ। এমন আবহে রীতিমতো তারকাদের ব্যস্ততাও থাকে তুঙ্গে। ঈদকে সামনে রেখে অনেকে মেতে ওঠেন নিত্য নতুন ফ্যাশন সেনসেশনে। হয়ত ফ্যাশন সহায়ক হিসেবে এবার এগিয়ে এলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস! নিজেকে দিয়ে বুঝিয়ে দিলেন, ঈদ ফ্যাশনে এমন নজরকাড়া লুকেও নিজেকে মেলে ধরা যায়!

আপাতত সিনেমা থেকে একটু দূরেই আছেন অপু। তবে অন্যান্য ব্যস্ততার মাঝে থাকছেন নায়িকা। নিয়মিত ভিন্ন রূপ-সাজে নিজেকে ধরা দিচ্ছেন, মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন অনুরাগীদের মাঝে। কাজেই তার নিয়মিত কর্মযজ্ঞেরও ব্যত্যয় ঘটল না এবার।

সম্প্রতি এক ফটোশুটেই মূলত নতুন রূপে দেখা গেল অপুকে। এদিন সোনালি আলোর ব্রাইডাল থিমে লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে ছিলেন অপু। এমন বেশেই সলো শুট ও গ্রুপ শুটে ধরা দেন নায়িকা।

শনিবার রাতে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, নায়িকার পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না। অপুর সাদা এই গাউনটিতে এম্ব্রডারির কাজ যেমন ছিল নজরকাড়া, দোপাট্টা স্কার্ফ হিসেবে লাল ওড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য।

তবে শুধু পোশাকেই চোখ ধাঁধাননি অপু বিশ্বাস! অনেকের নজর আটকেছে নায়িকার অলংকারেও! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলিতে ছিল সোনালি আবহ।

শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপু বিশাস। ক্যাপশনে লিখেছেন, 'স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং'। নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন, চুপচাপ অর্থাৎ নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় 'স্টাইল'। ক্যাপশনে অপু এও যোগ করেন, 'ঈদ বিশেষ কাজ'।

তবে অপুর সলো ফ্রেমিং অনুরাগীরা অনেক পছন্দ করলেও তেমন একটা নজর কাড়তে পারেনি গ্রুপ ফটোতে থাকা পুরুষেরা; বলা বাহুল্য, সেখানে শুধু উজ্জ্বল উপস্থিতি ছিল অপুরই; সঙ্গে মন্তব্যঘরে প্রশংসা-মুগ্ধতার জোয়ার তো ছিলই।

Post a Comment

Previous Post Next Post