আপত্তিকর দৃশ্যে অভিনয় কিয়ারার, লুকিয়ে দেখতে যান সিদ্ধার্থ | Latest News

আপত্তিকর দৃশ্যে অভিনয় কিয়ারার, লুকিয়ে দেখতে যান সিদ্ধার্থ | Latest News

গত সপ্তাহেই খবর দিয়েছেন মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের বছর দুয়েকের মাথায় সুখবর দিলেন এই জুটি। 

বলিউডে এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন ধরেনর চরিত্রে অভিনয় করেছেন তারা। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকে একে অপরের প্রেমে পড়েন।

যদিও নিজেদের প্রতি দুজনের ভালোলাগা ছিল তারও আগে থেকে। কিয়ারা স্বমেহনের দৃশ্যে যখন চরমসুখ প্রাপ্তির অভিনয় করছেন সেদিন সেটে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। কিয়ারার অভিনয় সামনে থেকেই উপভোগ করেন তিনি। 

একটা স্বমেহনের দৃশ্য। আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। তবে বিতর্কে আর যা-ই হোক না কেন, আখেরে লাভ হয়েছে কিয়ারার। ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। 

সেই দৃশ্যে শুটিং করতে তার মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্য অনুযায়ী শুটিং হয়েছে, এ কথা আগেই জানিয়েছিলেন কিয়ারা। 

তবে অভিনেত্রী যেদিন সেই দৃশ্য শুট করছিলেন পুরোটাই সামনে থেকে দেখেন সিদ্ধার্থ। আসলে করণ জোহরের মারফত আগে থেকেই বিষয়টি জানতেন অভিনেতা। যে কারণে সেদিন শুটিং দেখতে স্পটে হাজির হন সিদ্ধার্থ। 

তখনই কাছ থেকে দেখে কিয়ারাকে মেয়ে হিসেবে বড্ড ঘরোয়া বলে মনে হয় অভিনেতার। সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারা জানত না যে আমি শুটের সময় সেখানে উপস্থিত ছিলাম। ও নিজের চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেশ সাহসী।’


Post a Comment

Previous Post Next Post