জিতুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা | Latest News

জিতুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা | Latest News


সময়ের সঙ্গে যেমন সিনেমার গল্পে পরিবর্তন এসেছে তেমনই আবার পরিবর্তন হয়েছে গানের ধরন। তবে এত পরিবর্তনের মাঝেও বিয়েতে একটি গান না বাজলে যেন সেই বিয়েই অসম্পূর্ণ। ২৫ বছরের সেই পুরোনো গান ‘চোখ তুলে দেখ না…’ এখনও ওপার বাংলায় বেশ জনপ্রিয়। 

হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির হিট গান। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এ গান। তাই তো বিয়েবাড়ি থেকে কোনও ফিল্মি পার্টি সর্বত্র এই গান চলবেই চলবে। তেমনই একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন জিতু কমল। 

তবে জীতু-ঋতুপর্ণার ভিডিও দেখে তাদের অনুরাগীরা উচ্ছ্বসিত। নিজের সেই হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা। সেই ভিডিও পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জিতু। পোস্ট করে তিনি লেখেন, ‘তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।’

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় হাতেখড়ি জিতুর। তারপর ধীরে ধীরে তার পরিধি বেড়েছে। বড় পর্দায়ও নিজের জায়গা করে নিয়েছেন নায়ক। এদিন ঋতুপর্ণার সঙ্গে নায়কের এই ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

নায়িকার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি ও সোনালি রঙের চুড়িদার। সেই সঙ্গে হাতে চুরি, গলায় লম্বা হার ও কপালে বড় টিপ। অন্যদিকে, তার পাশেই মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও রোদচশমায় নজর কেড়েছিলেন নায়ক।

Post a Comment

Previous Post Next Post