ইডেনে বসবে তারকার মেলা, শাহরুখ-সালমানের সঙ্গে থাকছেন কে কে | Latest News

ইডেনে বসবে তারকার মেলা, শাহরুখ-সালমানের সঙ্গে থাকছেন কে কে | Latest News


আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরাবরই আগ্রহের পারদ তুঙ্গে থাকে দর্শকমহলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ১৮তম আসর শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্যে দিয়ে। 

যেই ম্যাচের আগে বড় করে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠান বিগত কয়েক বছরের অনুষ্ঠানের তারকা সমাগমের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।

জানা গেছে, শাহরুখ খানের পাশাপাশি এদিন সন্ধ্যায় ইডেনে হাজির থাকবেন সালমান খান! সূত্রের খবর, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত-ও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেন্সে।

শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএল-এর উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান উপস্থিতি হতে পারেন।

একইসঙ্গে মঞ্চে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। 

শোবিজাঙ্গনের তারকারা ছাড়াও এই অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি-তারকাও হাজির থাকবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন