ওপার বাংলার পরিচালক কৃষ্ণেন্দু করের স্বল্পদৈর্ধ্যের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন টলিপাড়ার শোলাঙ্কি রায় ও সৌম্য মুখার্জি।নারায়ণ গাঙ্গুলীর ছোটগল্প ‘রেকর্ড’ অবলম্বনে এ ছবিটি। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে এর আগেও বহু চিত্রনাট্য তৈরি হয়েছে। এবার সেই পথই অনুসরণ করেছেন কৃষ্ণেন্দু।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিত্রনাট্যের কারণে গল্পে বেশ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তবে মূল কাহিনিকে এক রেখে এগোবে ছবির গল্প। তার এই ছবিতেই শোলাঙ্কি-সৌম্যকে দর্শকরা প্রথমবার একসঙ্গে দেখবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। ছবির সাদাকালো সিনেমাটোগ্রাফি দর্শকদের মনে নস্টালজিয়ার সৃষ্টি করবে সেকথা বলাই যায়।
উল্লেখ্য, শোলাঙ্কি রায় নিজের অভিনয় গুণে ইদানিং টলিপাড়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছোটপর্দায় ‘ইচ্ছেনদী’র মেঘলা হোক বা ‘গাঁটছড়া’র খড়ি, ‘প্রথমা কাদম্বিনী’- বরাবর নিজের অভিনয়ের জোরেই দর্শকদের মনে জায়গা পাকা করেছেন তিনি।
শুধু ছোটপর্দা কেন বড়পর্দা, ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। তার অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’, ‘বাবা বেবি ও’ সাফল্যের মুখ দেখেছে । ‘মন্টু পাইলট’, ‘বিষহরি’র মতো সিরিজে তাঁর কাজ দর্শকদের মন জয় করেছে।
إرسال تعليق