কার জন্য রাতে ঘুমাতে পারছেন না দীপিকা? | Latest News

কার জন্য রাতে ঘুমাতে পারছেন না দীপিকা? | Latest News


ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।

এদিকে গত বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তিনি এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আপাতত মেয়েকে নেয় ব্যস্ত সময় পার করছেন তিনি।বাচ্চাদের জন্য রাতভর জেগে থাকার কারণে অনেক সময় মায়েদের ঘুমের সমস্যা তৈরি হয়।

তবে দুয়া নাকি লক্ষ্মী মেয়ে। মাকে সেভাবে জ্বালায় না। তাসত্ত্বেও রাতে ঘুম হচ্ছে না দীপিকার। একথা শুনে নিশ্চয়ই মনে দুষ্টু প্রশ্ন জাগছে? তবে তেমন কিছু নয়। এই বিষয়টা চলুন খোলসা করা যাক। 

সম্প্রতি দীপিকা পাড়ুকোন মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন। তাতে একটি মহিলাকে চোখ খুলে শুয়ে থাকতে দেখা যায়। পাশে রাখা দুটি রং। একটি রুপোলি এবং অপরটি সোনালি। 

ওই রং দুটি তুলি দিয়ে মেশানো হচ্ছে। ভিডিওতে বলা হচ্ছে, ‘মিক্সিং, মিক্সিং, মিক্সিং।’ যার দ্বারা স্পষ্ট কিছু মেশানো হচ্ছে। আর মিশ্রণের ফলে তৈরি হয়েছে ‘গিলভার’ রং। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তাদের প্রশ্ন হঠাৎ মধ্যরাতে দীপিকা কেন ঘুমাচ্ছে না। তবে এ বিষয়ে অভিনেত্রী কোনো কিছু বলেননি। 

Post a Comment

Previous Post Next Post