📆 সোমবার, ১৭ মার্চ ২০২৫🕑 ১০টা:৫৫মিনিট:৪১সেকেন্ড পূর্ব-মধ্যাহ্ন
ঈদ রাঙাতে আসছে ‘কন্যা’ | Latest News

ঈদ রাঙাতে আসছে ‘কন্যা’ | Latest News


ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। টিজার, পোস্টার, গান প্রকাশের মাধ্যমে দর্শকদের কাছে সিনেমার আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে। 

তবে অধিকাংশ ক্ষেত্রেই ছবিগুলো দর্শক টানতে বেশি মনোযোগ দিয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতায়। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানের পোস্টার ও টিজার।

মুক্তিপ্রতীক্ষিত এই গানটির পোস্টারে রঙের ছড়াছড়ি। রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। লাস্যময়ী নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে আব্দুন নূর সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। সঙ্গে রঙ বেরঙয়ের মুখোশ। সব মিলিয়ে পোস্টারজুড়ে উৎসবের আমেজ স্পষ্ট। 

গানের টিজারেও রঙের আধিক্য দেখা গেছে। সজল-ফারিয়া দুজনের পোশাকেই রঙের ছড়াছড়ি। এক ঝলকেই নেচে মন ছুঁয়েছেন দুজন। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন ফারিয়া। সুদর্শন সজলে রঙিন হয়েছে ফ্রেম। পাশাপাশি দৃশ্যায়নে উৎসবের ছাপ আরও জাঁকজমক করে তুলেছে। 

গানটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর-সংগীতও ইমরানের। 

ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি।

‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।

Post a Comment

أحدث أقدم