সুনীতার সাফল্যে উচ্ছ্বসিত তারকারা | Latest News

সুনীতার সাফল্যে উচ্ছ্বসিত তারকারা | Latest News


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বাচ মোর দীর্ঘ ৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। যা ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সাধারণ জনগণের পাশাপাশি তারকাদের মাঝেও। 

আট দিনের মধ্যে তাদের রওনা দেওয়ার কথা থাকলেও, একটা দীর্ঘ চ্যালেঞ্জ ও অ্যাডভেঞ্চারের সম্মুখীন হন তারা। পৃথিবীর বুকে তারা পা রাখার পরেই অনেক বলিউড সেলিব্রিটি শুভেচ্ছা জানান তাদের।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সুনীতা উইলিয়ামস, আপনি আরও একবার প্রমাণ করলেন স্কাই ইজ নট দ্য লিমিট। ওয়েলকাম ব্যাক।’

উইলিয়ামসের একটি ভিডিও পুনরায় শেয়ার করে তিনি বলেন, ‘প্রিয় সুনীতা, আপনাকে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের প্রার্থনার উত্তর পেয়েছি। আপনাকে নিরাপদে এবং হাসিমুখে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। মহাকাশে নয় মাসেরও বেশি অনিশ্চিত দিন কাটানোর পর এটি ঈশ্বরের অপার করুণা। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’

এক্স-এর পোস্টে জ্যাকি শ্রফ লিখেছেন, ‘নয় মাস মহাকাশে কাটানোর জন্য অনেকটা মনের জোর প্রয়োজন। যেটা তুমি প্রমাণ করেছো। সত্যিই অনেকটা মনোবলের প্রয়োজন। প্রমাণ করলে তুমি।’

অভিনেতা চিরঞ্জীবীর ভাষ্য, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ​​আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন। ৯ মাস পর ফিরে এলেন। এই গল্প অতুলনীয়, মনে রাখার মতো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার। আপনাকে ধন্যবাদ এমন মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য।’

Post a Comment

নবীনতর পূর্বতন