দমই ফেলতে পারি না, একান্তে সময় কাটানো পরের কথা | Latest News

দমই ফেলতে পারি না, একান্তে সময় কাটানো পরের কথা | Latest News


টালিউডের প্রথম সারির অভিনেত্রী ইশা। অল্প সময়েই তিনি তার অভিনয়ের দক্ষতায় নজর কেড়েছেন দর্শকদের। কিন্তু মাঝে রটে যায় তিনি নাকি প্রেম করছেন। আর সেই ব্যক্তি অন্য কেউ নন, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার তারা দুজন এক ছবিতে জুটি বাঁধতেই নতুন করেই উসকে গেল সেই জল্পনা।

সৃজিত মুখার্জি পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখা যাবে ইশা ও ইন্দ্রনীলকে। তারা এই ছবিতে জুটি বাঁধবেন। এর আগে তরুলতার ভূত ছবিতে কাজ করার সময় তাদের প্রেমের জল্পনা উসকে গিয়েছিল। অভিনেত্রীর জন্য নাকি কেক এনেছিলেন অভিনেতা, একান্তে নাকি তারা সময় কাটাতেন! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইশা বলেন, 'আমরা শ্যুটিংয়ে কতটা পরিশ্রম করি, একটা চরিত্র ফুটিয়ে তোলা কতটা চাপের সেটা মানুষ দেখতে পান না। বুঝতেও পারেন না। আমরা হইহই করে সময় কাটাই, নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই, আর মোটা অঙ্কের টাকা নিয়ে দিন শেষে বাড়ি ফিরি এসব ভাবেন। কিন্তু এগুলো ঠিক না। আমাদের দম ফেলার সময়ও থাকে না সেটে। একান্তে সময় কাটানো তো দূরের কথা।'

এদিন তিনি এও জানান তরুলতার ভূতের সেটে তার জন্মদিনে মোটেই ইন্দ্রনীল তার জন্য কেক আনেননি। ওটা প্রোডাকশনের তরফে আনানো হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post