তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন | Latest News

তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন | Latest News


দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা প্রেম করছেন, সে খবর বহু পুরোনো। নতুন খবর হচ্ছে- এই দুই তারকা নাকি বিয়েও করেছেন। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

তবে সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। 

জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে মাকে, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। 

সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি। 

এর আগে  তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।

সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

Post a Comment

Previous Post Next Post