বাবা-মা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি। বিয়ের দু’বছরের মাথায় তাদের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি।
গত শুক্রবার সন্তান আগমনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সিড-কিয়ারা।
এদিকে তারকা জুটির সন্তান আগমনের সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নতুন চর্চা। বিশেষ করে সিদ্ধার্থের একটি পুরোনো মন্তব্যকে ঘিরে চলছে নানা আলোচনা।
আগে বেশ কিছু ইন্টারভিউয়ে বিয়ে নিয়ে নানা মন্তব্য করেছেন সিদ্ধার্থ। এর মধ্যে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায় অভিনেতাকে।
যেখানে সিদ্ধার্থ জানিয়েছিলেন, বিয়েতে তিনি বিশ্বাস করেন।
অভিনেতা বলেন, ‘ইদানীং বিয়ের মানে বদলে গিয়েছে। আমার যদি কখনও সন্তান জন্ম দেওয়ার কথা মনে হয়, তখনই একমাত্র বিয়ে করবো। বিয়ে একটা মাধ্যম। একটা পদ্ধতি। ভালোবেসেছি মানেই বিয়ে করতে হবে, এমন কোনও মানে আছে বলে আমি অন্তত মনে করি না।’
সিদ্ধার্থের সেই ইন্টারভিউটি নতুন করে ছড়িয়ে পড়তেই ভক্তরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি কেবল বাবা হওয়ার জন্যই বিয়ে করেছিলেন অভিনেতা?
এর আগে শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে মিষ্টি একটি ছবি পোস্ট করে নতুন সদস্য আসার খবর দিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থের হাতের উপরে কিয়ারার হাত। আর কিয়ারার তালুতে রয়েছে ছোট্ট ছোট্ট পায়ের সাদা রঙের দু’টি মোজা।
কিয়ারা ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসতে চলেছে’। অভিনেত্রী অন্তঃসত্ত্বা জানার পরেই, শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন দম্পতি। শিল্পা শেট্টি, রিয়া কপুর, একতা কপুর, ইশা খট্টর, সোনু সুদ-সহ বলিপাড়ার অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন তারকা এই দম্পতিকে।
إرسال تعليق