আসছে ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাতে একঝাঁক ছবি যেমন প্রস্তত রয়েছে, তেমনি পিছিয়ে নিয়েই ওটিটি-র জগতও। কারণ এবার এক রোম্যান্টিক গল্পে মেতে উঠবে ওটিটি-র দর্শকেরা! আর সেখানেই দেখা মিলবে দর্শকপ্রিয় দুই মুখ- তাসনিয়া ফারিণ ও জিয়াউল ফারুক অপূর্বকে। প্রথমবারের মতো জুটি বেঁধেই যেন রোম্যান্সে বাজিমাত করল এই জুটি!
সদ্যই প্রকাশ পেয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’- এর গান ‘মায়া মায়া লাগে’। আর তা ছড়িয়ে পড়তেই মন্তব্যঘরে নানা প্রতিক্রিয়া দর্শক-শ্রোতাদের। একইসঙ্গে বড় পর্দার এমন আবহে অপূর্ব-ফারিণকে নতুন করে আবিস্কার করল ভক্তরা।
দিন তিনেক আগে ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশ পায়। এবার চলে এলো ছবির এই রোম্যান্টিক ঘরানার গানটি। তবে ট্রেলারেও ছিল গানটির ঝলক। সেখান থেকেই শুরুতে শ্রোতাদের নজরে আসে গানটি। এরপর থেকেই শুরু হয় প্রতিক্ষা- কবে আসবে পুরো গান!
তবে গানটি প্রকাশে খুব বেশি দেরি করেনি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। গত শুক্রবার রাতে বঙ্গোর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন, আর তাতে জাদু মাখা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী বালাম ও ন্যান্সি। বলে রাখা ভালো, এক যুগ পর এবার কোনো সিনেমার গানে ফিরল এই গায়ক জুটি।
‘হাউ সুইট’-এ অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।
Post a Comment