মাধুরী দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী, তার সময় ফুরিয়ে গেছে | Latest News

মাধুরী দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী, তার সময় ফুরিয়ে গেছে | Latest News


বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের রাজস্থানের কংগ্রেস নেতা তিকারাম জুলি। সম্প্রতি মুম্বাই শহর সরগরম ছিল এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে। বলিউডের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল রাজস্থানে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেই অনুষ্ঠানে নাকি বিজেপি-শাসিত রাজস্থান সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই রিপোর্টের কারণে বিজেপি সরকারকে একহাত নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমালোচনা করেছেন তিকারাম। শুধু তাই নয়, মাধুরী দীক্ষিতকেও কটাক্ষ করেছেন তিনি।

কংগ্রেস নেতার বক্তব্য, অনুষ্ঠানের জন্য ১০০ কোটি টাকা দিতে পারছে বিজেপি, অথচ মন্দিরের প্রয়োজনে অর্থ বিনিয়োগ করতে পারছে না। 

তিকারাম জুলি কটাক্ষ করে বলেছেন, ‘এই সরকার সনাতন ধর্মের গুণ গায় অথচ ওরা খাটু শ্যামজির মন্দিরের জন্য ১০০ কোটি কিংবা গোবিন্দদেবজির মন্দিরের জন্য ১২০ কোটি টাকা দিতে পারছে না।’ এই অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়া তেমন কোনও বড় তারকাও উপস্থিত ছিলেন না বলে দাবি কংগ্রেস নেতার।

এর পর মাধুরী দীক্ষিতের প্রসঙ্গ শুনে তিনি মন্তব্য করেন, ‘মাধুরী একজন দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী। তার সময় ফুরিয়ে গিয়েছে। বড় তারকারা কেউ আসেননি। অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানে আসেননি। তাহলে আর কী বলব।’

এই অনুষ্ঠানের আয়োজন রাজস্থানেই কেন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিকারাম। এই অনুষ্ঠানে রাজস্থানের কোনও লাভই হয়নি বলে দাবি তার। বিধানসভায় এই প্রশ্নগুলো তুলেছেন তিকারাম জুলি। তবে মাধুরী বা অন্য কোনও তারকার পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post