ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায় এবং প্রস্মিতা পাল। ২০২৪ সালের ২ মার্চ বিয়ে করেছিলেন এ তারকা জুটি। বিয়ে করেছিলেন ভীষণই ঘরোয়া ভাবে। কাছের বন্ধুদের ডেকে ঘরোয়া আয়োজনে হয়েছিল।এমনকি দু’জনের বিয়ের সাজগোজও ছিল ছিমছাম।
বিবাহবার্ষিকীতে প্রশ্মিতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই একটা বছর এক ছাদের নীচেও দু’জন মিলে ছিমছাম ভাবেই কাটিয়ে দিলাম।’
তার কথায়, ‘চোখের নিমেষে এক বছর হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল একেবারে। আপাতত তো এক বছরের সংসারের অভিজ্ঞতা ভালোই। বাকিটা তো সময় বলবে।’
দু’জনের কেউই বিশেষ জাঁকজমকতায় বিশ্বাস করেন না। তাই প্রথম বছরের বিবাহবার্ষিকী উদযাপনও একেবারে সাধারণ। তবে রবিবার বলে অফিস ছুটি থাকায়, বিবাহবার্ষিকীর দিনে আর ল্যাপটপে মুখ গুঁজে থাকতে হয়নি প্রশ্মিতাকে।
তিনি জানান, বাড়ির সকলকে নিয়ে ডিনারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর বিশেষ কোনও পরিকল্পনা নেই। প্রথম বছরের বিবাহবার্ষিকীতে উপহার বিনিময় হয়নি? প্রশ্মিতার উত্তর, ‘হ্যা, হয়েছে। আমি অনুপমকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আর অনুপম আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে।’
অনুপমের দেওয়া শাড়ি পরেই কি বিবাহবার্ষিকীর নৈশভোজ খেতে যাবেন প্রশ্মিতা? গায়িকা বলেন, ‘না। ওটা তুলে রেখেছি অন্য কোনও অনুষ্ঠানে পরে যাব বলে।’
একটি মন্তব্য পোস্ট করুন